ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
ছাতক প্রতিনিধি :
ছাতকে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা লস্কর আলী (৭৫)’র দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার ইসলামপুর ইউনিয়নের ছৈদাবাদ গ্রামের তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পঞ্চায়েতি কবরস্থানে দাফন সম্পন্ন হয়। ওইদিন দুপুরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির ও ছাতক থানার এসআই মঈন উদ্দিন।
মুক্তিযোদ্ধা লস্কর আলী শুক্রবার রাতে বার্ধক্যজনিত কারনে তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৮ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ছৈদাবাদ গ্রামের মৃত হরমুজ আলীর পুত্র।