ছাতকে ৭টি দোকানে ৩৯ হাজার টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি :
ছাতকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পণ্যে ভেজাল, মেয়াদ উত্তির্ণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে শহরের ৭টি গ্রোসারী দোকান থেকে এসব জরিমানা আদায় করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ও র্যাব-৯ সুনামগঞ্জ।
পণ্যে ভেজাল, মেয়াদ উত্তির্ণ পণ্য ও মূল্যবৃদ্ধির অপরাধে ছাতক শহরের সাদিক ষ্টোর থেকে ৮ হাজার টাকা, মুহিবুর রহমান সাধু ষ্টোর থেকে ১০ হাজার টাকা, ছাতক ষ্টোর থেকে ৩ হাজার টাকা, হামদু ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা, মহামায়া ষ্টোর থেকে ৪ হাজার টাকা, হাসান ষ্টোর থেকে ৪ হাজার ও রাজ ব্রাদার্স থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় র্যাব-৯ এর লেঃ কর্ণেল ফয়ছল আহমদ, ডিএডিস নাসিমসহ র্যাব-৯ এর সদস্যরা উপস্থিত ছিলেন।