সকাল ৭:০৩,   রবিবার,   ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৫ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাতক,‌ দোয়ারা বাজার আ.লী‌গের তিন‌টি সম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টি অনু‌মোদন

স্টাফ রি‌পোর্টার :
সুনামগ‌ঞ্জের ছাতক উপ‌জেলা, ছাতক পৌর ও দোয়ারা বাজার উপ‌জেলা আওয়ামী লী‌গের স‌ম্মেলন প্রস্তু‌তি কমি‌টি অনু‌মোদন হ‌য়ে‌ছে।
বৃহস্প‌তিবার তিন‌টি ক‌মি‌টি অনু‌মোদন ক‌রেন, জেলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ম‌তিউর রহমান ও সাধারণ সম্পাদক ব্যা‌রিস্টার এম এনামুল কবির ইমন।
‌দোয়ারা বাজার উপ‌জেলা প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়ক করা হ‌য়ে‌ছে বীরমু‌ক্তি‌যোদ্ধা ই‌দ্রিস আলী বীরপ্রতীক‌কে।
যুগ্ম আহ্বায়ক করা হ‌য়ে‌ছে, ফ‌রিদ আহমদ তা‌রেক,আ‌মিরুল হক, আব্দুল খা‌লিক, দেওয়ান তানভীর আশরা‌ফি‌কে। এছাড়‌া সদস্য করা হ‌য়ে‌ছে ২৬জন‌কে।
ছাতক উপ‌জেলা শাখার স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়ক করা হ‌য়ে‌ছে উপ‌জেলা চেয়‌ারম্যান ফজলু রহমান‌কে। য‌ুগ্ম আহ্বায়করা হ‌লেন, সৈয়দ আহমদ, গয়াছ আহমদ, আবু সাদাত মো.লা‌হিন, অ্যাড‌ভো‌কেট আ‌শিক আলী। সদস্য করা হ‌য়ে‌ছে ২৬জন‌কে।
ছাতক পৌর শাখার স‌ম্মেলন প্রস্তু‌তি ক‌মি‌টির আহ্বায়ক করা হ‌য়ে‌ছে সা‌বেক পৌর‌ চেয়ারম্যান আব্দুল ওয়া‌হিদ মজনু‌কে।
যুগ্ম আহ্বায়করা হ‌লেন, চান মিয়া চৌধুরী, জামাল মিয়া, তাপস চৌধুরী, আ‌নিসুর রহমান চৌধুরী সুমন। এছাড়া ২৬জন‌কে করা হ‌য়ে‌ছে সদস্য।