সকাল ৮:৪৫,   বৃহস্পতিবার,   ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ছাতক উপজেলা বিএনপি’র আহবায়কের পুত্রসহ ছয় জুয়াড়ি আটক

ছাতক প্রতিনিধি :
ছাতকে ছাত্রদল নেতাসহ ছয় জন জুয়াড়িকে আটক করেছে পুলিশ। গোপণ সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার গোবিন্দগঞ্জ পয়েন্টের পেট্রোল পাম্প সংলগ্ন একটা দোকান থেকে তাদের আটক করেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান।
আটককৃতরা হলেন, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফয়সল আহমদ সুমন, স্থানীয় মিলন মিয়া, আব্দুস শহিদ, ফয়সাল আহমদ, দিলোয়ার হোসেন, ও মোজাম্মেল হোসেন।
এদের মধ্যে ফয়সল আহমদ সুমন উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী এবং প্রবাসী মহিলার জায়গা দখল করে জুয়ার আসর বসানোর অভিযোগ ছাড়াও একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বিকার করে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।