জগন্নাথপুরের সেই নবজাতক এখন ‘ছোটমনি নিবাসে’
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভূমিষ্ট হওয়া সেই নবজাতক কন্যা শিশু কন্যাকে সিলেটের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে।
আজ সোমবার ( ৯ নভেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ জগন্নাথপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেনের নিকট ওই শিশুটিকে হস্তান্তর করেছে।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বিলাল হোসেন জানান, হাসপাতালে জন্ম নেয়া নবজাতক শিশুকে সোমবার ( ৯ নভেম্বর) সিলেটের ছোটমনি নিবাসে পাঠানো হয়েছে। সেখানেই শিশুকে লালন পালন করা হবে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসুদন ধর বলেন, ‘নবজাতক ভূমিষ্ট শিশুর জন্ম হওয়ার পর কোন এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায় শিশুটির বাবা মা। শিশুটিকে সমাজসেবা বিভাগে হস্তান্তর করা হয়েছে।’
প্রসঙ্গত, গত শনিবার বিকেলে সন্তান সম্ভাবা স্ত্রী সাইদা বেগম কে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া পরিচয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
বিকেলে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। সন্তানটিকে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হচ্ছিল। এক পর্যায়ে শিশুটির মা বাবা সন্ধ্যার পর শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যায়।