জগন্নাথপুরে আ.লীগ নেতা আব্দুল তাহিদ আর নেই
জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আ স ম আবুল তাহিদ আর নেই (ইন্না-লিল্লাহি……রাজিউন)।
শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি জগন্নাথপুর পৌর শহরের ইনাতনগর এলাকার তাঁর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল (৬৫)। মৃত্যুকালে তিনিu স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (৮ আগস্ট) বাদ জহুর ইনাতনগর জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন,স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশীদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র,পৌর আওয়ামী লীগের সভাপতি ডা: আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান,, বর্তমান সভাপতি সাফরোজ ইসলাম , সাধারণ সম্পাদক শাহ রুহেল ।