রাত ৯:১৪,   শনিবার,   ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে করোনা আক্রান্ত যুবকের পালানোর চেষ্টা, ১৫০ বাড়ি লকডাউন

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে শনাক্ত হওয়ার খবর পেয়ে বাড়ি থেকে পালানোর চেষ্ঠা করেছিলেন আক্রান্ত যুবক। সম্প্রতি সে নারায়ণগঞ্জ থেকে পরিবারের ১৩ জনকে নিয়ে জগন্নাথপুর আসে। এ ঘটনায় আশেপাশের ১৫০ বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভূমি ইয়াসির আরাফাত জানান, করোনা পজিটিভ শনাক্তের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ওই যুবক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আমরা মাইকিং করে এলাকার লোকজনকে বুঝিয়ে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসি। দুই গ্রামের ১৫০ বাড়ি লকডাউনের করেছি। ওই এলাকার প্রত্যেককে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আমরা তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করব।
তিনি আরো জানান, আক্রান্ত যুবককে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে।