রাত ৯:২৭,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে করোনা আক্রান্ত দুইজন হোম আইসোলেশনে

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত দুইজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পাইলী ইউনিয়নের মক্রমপুর গ্রামে একজন এবং ইসলামপুর গ্রামে অপরজন।
গতকাল সোমবার (১৭ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৭ জন। এরমধ্যে নতুন ৪জনসহ মোট সুস্থ হয়েছেন ১১৩ জন। অপর আক্রান্ত ১০জন হোম আইসোলেশনে আছেন।