সকাল ৯:১৪,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে করোনা আক্রান্ত চারজন হোম আইসোলেশনে

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত চারজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আজ বুধবার (১৯ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন এবং পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পৌরসভার ইনাতনগরে একজন, কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় একজন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল গ্রামে একজন এবং পাইলগাঁও ইউনিয়নের আলীপুর গ্রামে একজন।
গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বিষয়টি নিশ্চিত করে বলেন,জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৩১ জন। এরমধ্যে নতুন ৩ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১৬ জন। অপর আক্রান্ত ১৫জন হোম আইসোলেশনে আছেন।