রাত ১০:৪৭,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে কৃষকদের সাথে ধান কাটলেন প্রশাসনের কর্মকর্তারা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে দ্রুত ধান কেটে গোলায় তুলতে কৃষকদের উৎসাহিত হাওরে গিয়ে ধান কাটলেন করতে প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে ধান কাটার উদ্বোধন করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইয়াসির আরাফাত, ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ও জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার।
এ সময় আগাম বন্যা মোকাবেলায় দ্রুত ধান কেটে গোলায় তুলতে কৃষকদের প্রতি আহবান জানান প্রশাসনের কর্মকর্তারা। এছাড়া কৃষকদের ধান কেটে সহযোগিতা করার জন্য স্বেচ্ছাশ্রমে সবাইকে এগিয়ে আসার আহবানও জানানো হয়।