সকাল ৭:৪৪,   রবিবার,   ১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ,   ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে চার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। একই সাথে করোনাভাইরাস সতর্কতায় উপজেলাজুড়ে প্রশাসনের উদ্যোগে মাইকিং করা হচ্ছে।
শুক্রবার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব করা হয়।
জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাতের নেতৃত্বে মিরপুর বাজারে চারটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ফারিয়ান কামরান স্টোর ২ হাজার টাকা, রমাকান্ত দাস ২ হাজার টাকা, আসকির আলীকে ৩ হাজার টাকা, রিপন পালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন আরাফাত বলেন, বিভিন্ন এলাকা করোনাভাইরাস সর্তকতায় মাইকিং করা হয়েছে। একই সাথে কোন প্রবাসীরা দেশে আসলে ১৪ দিন যাতে হোম কায়ারেন্টাইনে থাকেন সেজন্য সবাইকে আহবান করা হয়েছে। পাশাপাশি বাজার নিয়ন্ত্রণেও সবাইকেও সচেতন করা হয়েছে।