সকাল ১০:১৯,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে নির্যাতনের ঘটনায় মূলহোতা লাপাত্তা

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলায় তরুণী কে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ এবং পরে তরুণী কে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় আটক চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃত চারজন হলেন গোতগাঁও গ্রামের লিটন মিয়া (৩০), আকাই মিয়া (২৭), আলম মিয়া (২৮) ও দিলাক মিয়া (২৫)।
এদিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোওয়াগাঁও গ্রামের সাঞ্জব আলীর ছেলে কাজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি কে আজ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।তবে ঘটনার মুলহোতা শামীম আহমদ কে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি। এনিয়ে স্থানীিদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
মূলহোতা শামীম স্থানীয়ভাবে মাদক ব্যবসায়ী ও বখাটে হিসেবে পরিচিত। তাকে দ্রুত আইনেআ রআওতায় আনার দাবি স্থানীয় মানুষের।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মেছলেহ উদ্দিন বলেন, ধর্ষন এবং নির্য়াতের জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মুল আসামি শামীম কে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।