সন্ধ্যা ৬:১৭,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুর থানা কতৃক আয়োজিত সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ জগন্নাথপুর পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে দশটায় সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও দৈনিক ইত্তেফাক’র জগন্নাথপুর প্রতিনিধি আব্দুল হা ‘র পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া, ওসি তদন্ত মুসলে উদ্দিন আহমদ, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পাটলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনু মোহাম্মদ মতছির আলী প্রমুখ।
সভায় সাইবার বুলিং ও গুজব বিরোধী বিভিন্ন বিষয়ে জনসাধারণকে সচেতন থাকার আহবান জানিয়েছে মাদক. নারী ও শিশু নির্যাতন, ধর্ষনসহ সামাজিক অপরাধ প্রতিরোধে এবং আইন শৃঙ্খলা সুরক্ষিত রাখতে পুলিশকে সহযোগিতার জন্য আহবান জানানো হয়।