সকাল ১০:২৭,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ : অভিযুক্ত আটক

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের এক তরুণীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উত্তর ধাওরাই গ্রামের উমর আলীর ছেলে শামীম আহমদ (২৬) পাটকুড়া গ্রামের ১৯ বছর বয়সী এক তরুণী কে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে একাধিকবার ধর্ষণ করে। গত ৬ সেপ্টেম্বর রাতে তরুণীর বাড়িতে গিয়ে বিয়ের বিষয়ে জরুরি কথা আছে বলে তাকে আবারো জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় তরুণী চিৎকার দিলে আশপাশ লোকজন এসে শামীম মিয়াকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) জহির আলী জানান, প্রাথমিকভাবে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ প্রমানিত হওয়ায় শামীম আহমদকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় তরুণী নিজে বাদী হয়ে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেছেন।