সকাল ১০:৪৯,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ব্যবসায়ীকে জরিমানা ও ২ প্রবাসী’র কোয়ারেন্টাইন নিশ্চিত

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা মোকাবেলায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত ও লেফটেন্যান্ট মেহেদীর নেতৃত্বে এক প্লাটুন সেনাবাহিনী জনসচেতনতা মূলক প্রচারণা ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে।
মঙ্গলবার উপজেলার রাণীগঞ্জ বাজারে মাইকিং করে জনসচেতনতা মূলক প্রচারণা ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন তারা।
এ সময় শিবগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইনে মূল্য তালিকা প্রদর্শন না করায় ভ্রাম্যমাণ আদালত এক চাল ব্যবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও জগন্নাথপুর পৌর শহরের ছিলিমপুর গ্রামের সদ্য ২ জন লন্ডন ফেরত প্রবাসীর কোয়ারেন্টাইন নিশ্চিত করেন দায়িত্বরতরা।