জগন্নাথপুরে মারামারির মামলার ওয়ারেন্টের তিন আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে মারামারির মামলার আদালত কর্তৃক ওয়ারেন্টের তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হল, উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আছাব আলীর জায়েদ মিয়া (২৪), আশারকান্দি ইউনিয়নের জামালপুর (বড়ডর) গ্রামের সলিম উল্লার ছেলে জিয়াউর রহমান (২১) ও জাহেদুর রহমান (৩০)।
থানা পুলিশ জানায়, শুক্রবার রাতে থানা পুলিশ গোপন তথ্যের ভিত্তিত্বে জিআর মামলা নং ৩০/২০২০ এর ওয়ারেন্টের আসামি জায়েদ আলী কে তার বাড়ি থেকে গ্রেফতার করে। ওই রাতে পুলিশের পৃথক অভিযানে জিআর১২৫/১৯ নং মামলার আসামি জিয়াউল ও জাহেদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (এসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, মারামারির মামলার তিন আসামিকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।