সকাল ১০:১৮,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মেছোবাঘ শাবক উদ্ধার,বন বিভাগে হস্তান্তর

to sunam01611

জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাঘময়না গ্রাম থেকে তিনটি মেছোবাঘের শাবক উদ্ধার করে প্রশাসনের কাছে হস্তান্তর করেছে এক তরুণ।
মঙ্গলবার দুপুরে বাঘময়না পুরাতন জামে মসজিদের সামনে থেকে তিনটি মেছোবাঘ শাবক উদ্ধার করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে বাঘময়না গ্রামের আবির খান (১৮)।
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে আবির খান সহ কয়েকজন তরুণ বাঘময়না পুরাতন জামে মসজিদের সামনে গেলে দেখে তিনটি মেছোবাঘ শাবক দেখতে পান। তখন তারা মেছোবাঘ শাবকগুলো মারতে এগিয়ে গেলে একই এলাকার আকমল হোসেন নামেব এক তরুণ বাধা দেন এবং তাদেরকে বুঝিয়ে মেছোবাঘ শাবকগুলো প্রশাসনের কাছে হস্তান্তর করতে বলেন। পরে আবির খান মেছোবাঘ শাবকগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিয়ে আসেন।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান,সুনামগঞ্জ বন বিভাগের সাথে যোগাযোগ করে মেছোবাঘ শাবকগুলো বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।