রাত ১১:৪৭,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে মৎস্যজীবি সমিতিকে ভ্যানগাড়ি প্রদান


জগন্নাথপুর প্রতিনিধি:

জগন্নাথপুর উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যাগে মৎস্যজীবিদের মধ্যে মৎস্য পরিবহনের সুবিধার্থে অটো ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জহিরপুর মৎস্যজীবি সমিতির হাতে ৫ টি ভ্যানগাড়ি তুলে দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা মৎস্য কার্মকর্তা আক্তারুজ্জামান উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান জানান,ন্যাশরাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগাজ পেজ প্রজেক্ট এনএটিপি-২ এর আওতায় এআইএফ-২ এর মাধ্যমে অনুদানপ্রাপ্ত সিআইজির মাধ্যমে উপজেলার জহিরপুর মৎস্য সমবায় সমিতির হাতে ৫টি মৎস্য পরিবহনযোগ্য অটোভ্যান গাড়ি বিতরণ করা হয়।