রাত ১২:০৩,   মঙ্গলবার,   ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে যুবকের আত্মহত্যা

জগন্নাথপুর প্রতিনিধি

জগন্নাথপুরে সুকান্ত গোপ (৪১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে পুলিশ পৌর এলাকার যাত্রাপাশা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জগন্নাথপুর পৌর এলাকার যাত্রাপাশা এলাকার মৃত ডা. সুধির গোপের ছেলে সুকান্ত গোপ গত মঙ্গলবার রাত ১১টার দিকে পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ির পিছনে একটি গাছের সঙ্গে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করে। ভোরে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মির্জা শাখাওয়াত জানান, পরিবারের লোকজন ও স্থানীয়রা জানিয়েছেন, মৃত যুবকের একজন মানসিক প্রতিবন্ধি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।