রাত ২:০৩,   রবিবার,   ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২৫শে জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন

জগন্নাথপুর প্রতিনিধি :
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার জামাত জগন্নাথপুরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদে সকাল সাড়ে সাতটা থেকে সকাল আটটার মধ্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। অন্যদের বছরের ন্যায় এবারও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল।
এদিকে করোনা থেকে রক্ষা পেতে মহান আল্লাহ বাব্বুল আলামিনের দরবারে দেশ ও বিশ্ববাসীর জন্য নামাজ শেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে।