সকাল ৯:৫১,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে শ্রীরামসি গণহত্যা দিবস পালিত

জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামে শ্রীরামসী আঞ্চলিক শোক দিবসে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার মিরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে শ্রীরামসী আঞ্চলিক শোক দিবস উপলক্ষে সকাল ১১টায় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও দুপুর ২ টায় আলোচনা সভা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয়।
মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হকের সভাপতিত্বে ও সচিব সুদন চন্দ্র সরকারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, শহীদ পরিবারের সদস্য তানজির আলম, শহীদ স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুব হোসেন,ইউপি সদস্য হাফিজুর রহমানআব্দুস শহীদ, মোস্তাক আহমেদ। পরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।