দুপুর ২:২৭,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে সামাজিক দুরত্ব না মানায় ১৯ জনকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। রোববার বাজার মনিটরিং ও সামাজিক দূরত্ব নিশ্চিতকল্পে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাতের নেতৃত্বে ও থানার এসআই আফছার আহমদ ও এসআই অনিক চন্দ্র দেবের সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।
এ সময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায়, দোকানের সামনে লোকসমাগম থাকায় এবং সুরক্ষামূলক মাস্ক, হ্যান্ডগ্লাভস ছাড়া জটলা করায় দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১৯ জন ব্যবসায়ী ও ব্যক্তিকে মোট ১৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াসির আরাফাত বলেন, সরকার ঈদের জন্য যেন সবাই কেনাকাটা করতে পারে তাই সবাইকে সামাজিক দুরত্ব নিশ্চিত ও মাস্ক, গ্লাভস পরিধান করে করারা জন্য, কিন্তু তা কেউ মানছেন না। তাই আজ আমরা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৮ হাজার ৫শ টাকা জরিমানা করেছি।