জগন্নাথপুরে স্হানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে স্হানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন শীর্ষক দিনব্যাপী কর্মশালা উপজেলা পরিষদের রাধারমণ দত্ত মিলনায়তনে অনুষ্ঠিে হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ ভিডও কনফারেন্সের মাধ্যমে কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় সহযোগিতা ছিলেন গর্ভর্নেন্স ইনোভেশন ইউনিট প্রধানমন্ত্রীর কার্যালয়।
এসময় এক সংক্ষিপ্ত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন শ্রেণী পেশার ৫০ জন অংশ নেন। জগন্নাথপুর উপজেলার আলোকে অংশ গ্রহণকারীরা টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ বাস্তবায়নে মতামত উপস্থাপন করেন।