রাত ১১:০৯,   শুক্রবার,   ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ,   ১৭ই জিলহজ, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ১০ টাকায় সরকারি চাল বিক্রি শুরু

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ টাকা কেজি দরে সরকারি ওএমএস এর চাল বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে জগন্নাথপুর পৌর শহরে চাল বিক্রি শুরু হয়েছে।
ডিলার সুশান্ত কুমার রায় জানান, প্রথম দিনে পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ১৪৮ পরিবারে ১০ টাকা কেজি দরে জনপ্রতি ৫ কেজি করে সরকারি চাল বিক্রি হয়েছে। এভাবে প্রতি সপ্তাহের রোববার, মঙ্গল ও বৃহস্পতিবার ধারাবাহিক ভাবে সকল ওয়ার্ডের নাগরিকদের মধ্যে চাল বিক্রি করা হবে।
এদিকে. বর্তমানে খোলা বাজারে প্রতি কেজি চাল বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকা দরে। এমতাবস্থায় মাত্র ১০ টাকায় সরকারি চাল পেয়ে সাধারণ মানুষ খুশি হয়েছেন।