সকাল ১০:১০,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ৫টি গুরুত্বপূর্ণ স্থানে হাত ধোয়ার জন্য পথ বেসিন নির্মাণ

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসচেতনতা আরো বৃদ্ধির লক্ষে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে জনসাধারণের হাত ধোয়ার জন্য ৫টি গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হয়েছে পথ বেসিন।
জগন্নাথপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার বলেন, জনস্বার্থে উপজেলা পরিষদ এলাকা, জগন্নাথপুর পৌরসভার সামন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জগন্নাথপুর থানা ও রাণীগঞ্জ বাজার সহ ৫টি গুরুত্বপূর্ণ স্থানে পথ বেসিন নির্মাণ করা হয়েছে।
রোববার জগন্নাথপুর পৌরসভার সামনে থাকা বেসিংটি উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান, যুবলীগ নেতা রাজিব চৌধুরী বাবু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।