দুপুর ২:১২,   শুক্রবার,   ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৫ই শাবান, ১৪৪৬ হিজরি

জগন্নাথপুরে ৫ ব্যবসায়ীকে জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে মহামারি করোনা মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় না রাখায় ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।
সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে এবং থানার এসআই অনিক চন্দ্র দেব ও এসআই শাফায়েত এর সহযোগিতায় জগন্নাথপুর সদর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। অভিযানকালে করোনায় সামাজিক দুরত্ব বজায় না রাখায় ও স্বাস্থ্য বিধি মেনে না চলায় ৫ ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম বলেন, সরকার সাধারণ মানুষের ঈদ করার জন্য দোকাপাট খোলার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু সবাইকে সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে আমরা অভিযান পরিচালনা করার জন্য ৫জন ব্যবসায়ীকে সামাজিক দুরত্ব না মানায় জরিমানা করেছি। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।