সন্ধ্যা ৭:৫১,   রবিবার,   ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৯শে রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবৈধ স্থাপনা ও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার ফেনারবাক ইউনিয়নের গজারিয়া বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
খাল-নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট, মোঃ হাসান আব্দুল আল মাহমুদ।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়া কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।