সকাল ১০:৫৫,   রবিবার,   ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন, আওয়ামী লীগের সাত প্রার্থী

জামালগঞ্জ প্রতিনিধি :
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক সাত প্রার্থী। শুক্রবার জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক জরুরী সভার আয়োজন করা হয়। এতে সাত প্রার্থীর মধ্যে ভোটাভোটি হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী বলেন, দলীয় হাই কমান্ডের নির্দেশে ৩ জন প্রার্থীর নামের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে।
দলীয় সূত্রে জানা যায়, প্রার্থীরা একমত না হওয়ায় উপজেলা কমিটি সর্বসম্মতিক্রমে গনতান্ত্রিক প্রক্রিয়ায় উপজেলা কমিটির সকল সদস্যদের গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করার সিদ্ধান্ত হয়। বিকাল ৫ টায় ৬৯ জন ভোটারের মধ্যে ৬১ জন ভোট প্রয়োগ করেন। সন্ধ্যা ৬ টায় প্রধান নির্বাচন কমিশনার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য হাজী আব্দুল মুকিত চৌধুরী ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম পেয়েছেন ৫৩ ভোট, সুনামগঞ্জ জেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক আকবর হোসেন পেয়েছেন ২৬ ভোট, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি দিজেন্দ্র লাল দাস পেয়েছেন ২৩ ভোট, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ পেয়েছেন ৮ ভোট, সিলেট জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম রুকন পেয়েছেন ২ ভোট, উপজেলা মহিলালীগের নেত্রী শাহানা আল আজাদ পেয়েছেন ২ ভোট ও উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু কোন ভোট পান নাই।
সহকারী নির্বাচন কমিশনের দ্বায়িত্ব পালন করেন, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শহিদুল ইসলাম সরকার।