জামালগঞ্জে ঢেউটিন বিতরণ করলেন এমপি শামীমা শাহরিয়ার
নিউজ ডেস্ক :
জামালগঞ্জে ৬৪ টি দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত ১২০ বান্ডিল ঢেউটিন ও প্রতি বান্ডিল ঢেউটিনের সাথে নগদ ৩ হাজার করে টাকা বিতরণ করেছেন সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
রবিবার বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দরিদ্রদের মাঝে এসব ঢেউটিন ও নগদ টাকা বিতরণ করেন তিনি। এসময় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা নিার্বাহী অফিসার বিশ্বজিৎ দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার।
আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- মোহাম্মদ আলী, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মমর্তা এরশাদ হোসেন, জেলা কৃষক লীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, প্রেসক্লাবের সভাপতি অঞ্জন পুরকায়স্থ।