সকাল ৯:৩৭,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জে দারুস সুন্নাহ মাদ্রাসায় মেধা পুরষ্কার বিতরণ

জামালগঞ্জ প্রতিনিধি :
নূরাণী তালিমুল কুরআন বোর্ড সিলেট বাংলাদেশ এর অধীনে ২০১৯ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় দারুস সুন্নাহ মাদরাসা জামালগঞ্জ এর অংশগ্রহণকারী গোল্ডেন A+ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে পূরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে মাদরাসা মাঠে প্রতিষ্ঠাতা পরিচালক মুহা.আলতাফুর রহমান’র সভাপতিত্বে ও শিক্ষা সচিব হাফিজ মাওলানা মাছরুফ আহমদ’র পরিচালনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শায়খ ছিদ্দিক আহমদ,প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট মুফাসসিরে কুরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত চৌধুরী,দারুল উলূম সাচনা বাজার মাদরাসার শিক্ষাসচিব মাওলানা এখলাছুর রহমান,মাওলানা কাজী শরফুল বাশার,চানপুর মাদরাসার মুহতামিম মাওলানা খুরশেদ আলম,বোর্ডের মহাসচিব মাওলানা উবায়দুল্লাহ মারুফ,লক্ষীপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ সাজিদুল বারী,চারগ্রাম শেরমস্তপুর মাদরাসার শিক্ষাসচিব মাওলানা উবায়দুল্লাহ,দশগ্রাম কুকড়াপশী মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আলী আকবর,তরুণ সাংবাদিক মাওলানা আবুল কালাম জাকারিয়া,রামপুর হাফিজিয়া মাদরাসার মুহতামিম হাফিজ মুফিজুর রহমান আলাল,জামিয়া মনোয়ারা আলী মহিলা মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা যোবায়ের আহমদ,নূরে মদিনা তাহফিজুল কুরআন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুহিব্বুল হক,উপস্থিত ছিলেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রফেসর মোশাররফ হুসেন,মাওলানা ফরিদ আহমদ,হাফিজ আরিফুল ইসলাম রনি,মোহাম্মদ আলী উজ্জল,মাওলানা আল আমীন জহুর,হাফিজ মিছবাহ প্রমুখ।পুরষ্কার বিতরণ শেষে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুল আলম তালুকদার ঝুনু মিয়া ও ভীমখালী ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম তাজ উদ্দিন’র মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।