জামালগঞ্জে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত
জামালগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে পুলিশ মহাপরিদর্শক এর উদ্যোগে ” নারীর প্রতি সহিংসতা নিরসনে, আপনার পুলিশ আপনার পাশে ” এই প্রতিপাদ্য সামনে রেখে নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে ফেনারবাক ইউনিয়নের বিট পুলিশ এর অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
ফেনারবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান করুণা সিন্ধুতালুকদা’র সভাপতিত্বে বিট পুলিশ এস আই সৈয়দ গোলাম সারোয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানি আফিন্দী রাজু,জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল আলম, মহিলা পরিষদের সভাপতি শেখ আয়েশা আক্তার। আরও বক্তব্য রাখেন, মহিলা নেত্রী দেবশ্রী তালুকদার, তাহমিনা আক্তার, কলেজ ছাত্রী ঐশরিয়া তালুকদার ঐশী, তামান্না আক্তার। উপস্থিত ছিলেন, জামালগঞ্জ থানার এ এস আই ও সহকারী বিট পুলিশ শাহিনুর রহমান, কনস্টেবল সাইফুর রহমান, ইউনুস মিয়া ও হেলাল উদ্দিন প্রমুখ।