দুপুর ১২:৩৩,   শুক্রবার,   ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২৪শে রজব, ১৪৪৬ হিজরি

জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল-আজাদ আর নেই

স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ আর নেই, (ইন্নালিল্লাহি… রাজিউন)।
রোববার সকাল ১১ টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় হঠাৎ বুকে ব্যথা অনুভব হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর সিলেট উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডা: আজমল আল হোসাইনি’র তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ডাক্তার ঢাকা রেফার্ড করেন, এসময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসলে তিনি সেখানেই ইন্তেকাল করেন।