জামালগঞ্জে ইকবাল আল আজাদের পক্ষে মুকুট ও চপলের প্রচারণা
স্টাফ রিপোর্টার :
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ইকবাল আল আজাদের পক্ষে প্রচরাণা চালিয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট ও জেলা যুবলীগের আহবায়ক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
শুক্রবার বিকেলে উপজেলার সাচনা বাজারে নির্বাচন উপলক্ষে এই আলোচনা সভা ও প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়।
প্রথমার্ধে নির্বাচন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা যুবলীগ।
উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়েরে সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল।
পরে নির্বাচনী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আ.লীগের আইন বিষয়ক অ্যাড. আব্দুল করিম, জামালগঞ্জ উপজেলা আ.লীগেরর সভাপতি মোহাম্মদ আলী, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টুসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নুরুল হুদা মুকুট আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ইকবাল আল আজাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।