রাত ১১:৪২,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরের বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনী’র টহল

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধে সুনামগঞ্জের তাহিরপুরের বিভিন্ন হাটবাজারে সেনাবাহিনীর সদস্যরা জনসাধারণের উদ্যেশ্যে ঘরে থাকাসহ নানান জনসচেতনতামূলক প্রচারনা চালিয়েছে।
সিভিল প্রশাসনের সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজার, ঘাগটিয়া চকবাজার, উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও বাজার ও শিমূল বাগান এলাকাতে হ্যান্ডমাইকে ব্যাপক প্রচারনা চালানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর ক্যাপ্টেন মুহাম্মদ সালিমুল হক।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতামূলক প্রচারনায় সেনাবাহিনী সদস্যরা নিয়মিত মাঠে সহযোগিতা করে যাচ্ছে।