তাহিরপুরে অবৈধ বালু উত্তোলন : ৫০ হাজার টাকা জরিমানা
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরের মাহারাম নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনে জড়িত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায় , বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়দল(উ.) ইউনিয়নের শান্তিপুর বাজারের পশ্চিম পাশে মাহারাম নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার খবর পেয়ে উপস্থিত হয়ে বালু উত্তোলনের সহিত জড়িতদের ছাড়িয়ে নিতে সুপারিশকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।