রাত ৮:১১,   মঙ্গলবার,   ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ,   ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে আরও ২ জন করোনা ভাইরাসে আক্রান্ত

তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুর উপজেলায় নতুন করে আরও ২ জন করোনা রোগী শনাক্ত। আক্রান্ত ২জনই নারী। তাঁরা উপজেলার বাদাঘাট(উ.) ইউনিয়নের বাসিন্দা। এছাড়া পুরাতন আরেক রোগীরও নমুনার ফলাফল পজেটিভ এসেছে।
নতুন করে আক্রান্ত ২জনই ঢাকার একটি পোষাক কারখানায় কাজ করতেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় বুধবার পর্যন্ত ৮০ জনের নমুনা সংগ্রহ করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার ল্যাবে পাঠালে গত ৫মে ৬ জন এবং বুধবার ২ জনের ফলাফল পজেটিভ আসে।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন বলেন, নতুন করে আক্রান্তদের সকলকে লকডাউন করে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।