সকাল ১০:১৭,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের: আটক ১৩

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে আধিপত্য বিস্তার, পূর্বশত্রুতার জের ও জমি দখলকে কেন্দ্র করে দুই দফায় সংঘর্ষের ঘটনায় ২৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মল্লিক পক্ষের ধন মিয়া বাদী হয়ে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে এ মামলাটি দায়ের করেন। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে আটক করেছে পুলিশ।
গত সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এবং পরদিন মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের দুধের আউটা গ্রামে জমির সীমানা নির্ধারণ ও পূর্বশত্রুতার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এসএসসি পরীক্ষার্থীসহ দুইপক্ষের ২০ জন আহত হন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৮ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় একপক্ষের ধন মিয়া বাদী হয়ে থানায় ২৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করলেও অপরপক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৩ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত। তবে এলাকায় পুলিশি টইল অব্যাহত রয়েছে।