রাত ৮:০৪,   বৃহস্পতিবার,   ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে নৌকা বিতরণ

তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে লন্ডন ভিত্তিক দাতা সংস্থা ‘মুসলিম ছাদাকাহ’ কর্তৃক হাওরপারের ১২টি গ্রামের ৭০জন হত দরিদ্র, কৃষক, শ্রমিক ও দিনমজুর পরিবারের মাঝে ৭০টি মাছ ধরার নৌকা বিতরন করা হয়েছে।
মুসলিম সাদাকাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লন্ডন প্রবাশী মাওলানা সৈয়দ শামসুজ্জামানের পক্ষে বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গ্রামের হযরত শাহ জালাল(র.)জামেয়া আরাবিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এসকল নৌকা বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শাহ জালাল(র.) জামেয়া আরাবিয়া সিনিয়র মাদ্রাসা সভাপতি সৈয়দ অ্যাড নুরুজ্জামান, মাও.শাহ জাহান, মাও.আব্দুল হান্নান, বাবুল আহমেদ, শাহজাহান কবির, মাওলানা শহিদুর রহমান, শাহিন আলম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
হতদরিদ্র ৭০টি পরিবারের লোকজন এসব নৌকা গুলো পেয়ে হাওরাঞ্চলে বর্ষায় শিক্ষা প্রতিষ্টানসহ বাজার ও মৎস্য আহরনের কাজে লাগবে বলে অভিমত ব্যক্ত করেন। উচ্ছ্বসিত এসব পরিবার আরও জানান, নৌকা গুলো পেয়ে উপকৃত হয়েছি যা তাদের জন্য অনেক বড় পাওয়া।