রাত ১১:২৮,   সোমবার,   ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ,   ৪ঠা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত


তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে, পরিষদের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আযহারুল ইসলাম সোহাগের সভাপতিত্বে ও সা. সম্পাদক রাসেল হায়দার শিকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনি. সহ-সভাপতি রাহাতুল ইসলাম রাতুল, সহ সভাপতি জয়নাল আবেদীন দুর্জয়, জুনায়েদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন বাদাঘাট ইউনিয়ন শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমসহ ছাত্রলীগের স্থানীয় নেতৃবৃন্দ।