রাত ৪:৩১,   বুধবার,   ১৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ,   ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

তাহিরপুরে বাঁধ পরিদর্শনে জেলা আওয়ামী লীগের নেত্রীবৃন্দ

স্টাফ রিপোর্টার :
তাহিরপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পিপি অ্যাড. খায়রুল কবির রুমেন ও সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ।
শুক্রবার দিনব্যাপী স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে উপজেলার শনির হাওর, মাটিয়ান হাওর, মহালিয়া ও গুরমার হাওরের বেশ কয়েকটি ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেন জেলা আওয়ামী লীগের এ দুই নেতা।
বাঁধ পরিদর্শন শেষে নেতারা জানান, ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখলাম কয়েকটি বাঁধের কাজ বাকি রয়েছে। আর বাঁধে ঠিকমতো দুরমুজ দেওয়া হয়নি যার ফলে সমান্য বৃষ্টির পানিতে বাঁধ ভেঙে সম্ভাবনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন,তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল মিয়া, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাবুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান লাকসাব, আব্দুল হাই কালাচাঁন, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, মইনুল হক প্রমুখ।