সকাল ৮:৫৬,   রবিবার,   ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন

তাহিরপুর প্রতিনিধি :
আশার উদ্যোগ তাহিরপুর উপজেলায় পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্টের উদ্বোধন করা হয়েছে। ‘বায়োগ্যাসের চুলায় সুবিধা কত, গ্রামে থেকেও শহরের মত’ শ্লোগানকে সামনে রেখে হাওরাঞ্চলের মানুষের জীবন-মান উন্নয়নে এবং দুষণমুক্ত পরিবেশ গড়তে মঙ্গলবার দুপুরে বেসরকারি সংস্থা আশা’র আয়োজনে উপজেলার বড়দল (উ.) ইউনিয়নের দক্ষিণ গুটিলা গ্রামের তারা মিয়ার বাড়িতে এ বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে আশা বাদাঘাট-২ ব্রাঞ্চ অফিসে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আশা সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার পূর্ণেন্দু গোস্বামীর সভাপতিত্বে ও আশা বাদাঘাট-২ ব্রাঞ্চ ম্যানেজার বশির উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় অংশ নেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, বড়দল (উ.) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম, আশা সিলেট ডিভিশন ম্যানেজার ইসকান্দার মীর্জা প্রমুখ।