তাহিরপুরে মুজিবশতবর্ষ উদযাপন
তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে নানান আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের বিবদমান দুই গ্রুপ। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষ রোপণ কর্মসূচী, ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ, ভূমিহীনদের মধ্যে কৃষি খাস জমির বন্দোবস্তের দলিল হস্তান্তর করা হয়।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, আনন্দ র্যালি ও জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক অমল কান্তি কর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায় বৈশাখ, যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, আওয়ামী লীগ সদস্য লুৎফুর রহমান লাকসাব, আব্দুল হাই কালা চাঁন, যুবলীগ সদস্য আবুল কাসেম, মইনুল হক, ছাত্রলীগ নেতা রাচন চন্দ প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আলী মর্তূজার সভাপতিত্বে উপজেলা সদরের পূর্ববাজারে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ সদস্য শামীম আখঞ্জি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নজরুল ইসলাম মাশুক, কৃষি ও সমবায় সম্পাদক হাবিবুর রহমান, সহ-দপ্তর সম্পাদক শাহিন রেজা, সদস্য সেলিম আখঞ্জি, শাহজাহান কবীর চৌধুরী, রাসেল মিয়া, হুমায়ুন কবীর, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক জিল্লুর রহমান, শ্রমিক লীগের আহ্বায়ক মতিউর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেকলীগের সহ-সভাপতি আবুল খায়ের, এমদাদ নূর, উপজেলা স্বেচ্ছাসেকলীগ সাধারণ সম্পাদক এমরান হোসেন ভীপক, দলীয় নেতা সুয়েজ মিয়া, মশিউর রহমান, আব্দুছ ছাত্তার, আবুল কালাম, আজহারুল, আবুধন রায়, আব্দুল বাছিত মহিবুর রহমান, সুজিত সরকার, আহসান হাবিব, অলিদ মিয়া নুরুল হুদা, ছাত্রলীগ নেতা ধীমান চন্দ, মানিরাজ শাহ্, রোমান আহমেদ তুষা প্রমুখ।
এদিকে উপজেলার বাদাঘাট ও উত্তর বড়দল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠন, বাদাঘাট সরকারী কলেজ, পাবলিক উচ্চ বিদ্যালয়, জয়নাল আবেদীন বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারী প্রাথমিক বিদ্যালয় দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বৃক্ষ রোপণ কর্মসূচী পালন করেছে।