তাহিরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে জাম গাছের ডাল থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম রফিক মিয়া (২২)। তিনি উপজেলার তাহিরপুর উপজেলার বড়দল (উত্তর) ইউনিয়নের ফকিরনগর গ্রামের ফিরোজ খাঁর ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (৩ আগস্ট) রাতে রফিক মিয়া পরিবারের সবার অগোচরে বাড়ির পার্শ্ববর্তী হাওরে জাম গাছের ডালের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রফিকের মা পার্শ্ববর্তী জামতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে হাওরে জাম গাছের ডালে কাউকে ঝুলতে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে রফিককে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তাহিরপুর থানায় খবর দিলে রাতেই তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান ও এসআই দীপঙ্কর বিশ্বাস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।