তাহিরপুরে যুব দিবসে সেলাই মেশিন বিতরণ
তাহিরপুর প্রতিনিধি :
তাহিরপুরে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে। রোববার (১ নভেম্বর) অক্সফাম ইন বাংলাদেশের অর্থায়নে ও কারিগরি সহযোগিতায়, স্যানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের বাস্তবায়নে ও রিকল-২০২১ প্রকল্পের আয়োজনে এ উপলক্ষে উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলার নারী ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, কৃষি কর্মকর্তা হাসান-উদ-দৌলা, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন ভূঁইয়া, উন্নয়ন সংস্থা স্যানক্রেড তাহিরপুর উপজেলা সমন্বয়কারী হারুন-অর-রশীদ, সংগঠক সেলিনা বেগম, হালিমা আক্তার প্রমুখ।