সন্ধ্যা ৭:৪১,   বুধবার,   ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে লকডাউন অমান্য করায় অর্থদণ্ড

তাহিরপুর প্রতিনিধি :
করোনাভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলাকে লকডাউন ঘোষনা করা হয়েছে।
রোববার বিকেলে সুনামঞ্জের জেলা প্রসাশক মোহাম্মদ আব্দুল আহাদ জরুরী বৈঠক ডেকে সুনামগঞ্জ জেলাকেও লকডাউন ঘোষনা করেন এবং জেলার প্রতিটি উপজেলায় লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে প্রচারণা চালানো হয়।
এই পরিস্থিতিতে সোমবার বিকেলে তাহিরপুর উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে ও আনোয়ারপুর এলাকায় লকডাউন অমান্য করে চলাফেরা করায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এসএম রেজাউল করিমের নেতৃত্বে ও বাদাঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মাহমুদুল হাসানের সহযোগিতায় ভ্রামমান আদালতের মাধ্যমে সরকারি বিধি নিষেধ অমান্য করে মোটরসাইকেলে একের অধিক যাত্রী বহন করায় এক ব্যক্তিকে ৫ শত টাকা অর্থদণ্ড এবং বিধি নিষেধ অমান্য করে অপ্রয়োজনে ঘোরাফেরা করায় অপর ব্যক্তিকে ৩ শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করে চলাফেরা করার অপরাধে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।