রাত ১০:৫১,   বুধবার,   ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,   ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ,   ৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তাহিরপুরে ১৬৫টি পরিবারের মধ্যে চাল-ডাল-মাস্ক বিতরণ

তাহিরপুর প্রতিনিধি :
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ১৬৫টি পরিবারের মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরে চাল, ডাল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে তাহিরপুর উপজেলার বাদাঘাট (উ.) ইউনিয়নের ডালারপাড় গ্রামের মেসার্স বিউটি ট্রেডার্সের মালিক মো. বিল্লাল হোসেনের নিজস্ব অর্থায়নে উক্ত ইউনিয়নের ১৬৫টি পরিবারের মধ্যে ৫কেজি চাল, ৫০০ গ্রাম ডাল ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বিতরণ কার্যক্রমে এ সময় আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা আবু সায়েদ, ইউপি সদস্য মোস্তফা, বালি-পাথর ব্যবসায়ী মো. রইছ মিয়া, কাইয়ুম মিয়া, সুরে আলম প্রমূখ।
বিতরণ কালে মেসার্স বিউটি ট্রেডার্সের মালিক মো. বিল্লাল হোসেন বর্তমান সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারনে দেশের এ সংকটকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া অস্বচ্ছল লোকদের পাশে বিত্তবানদেরকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, ক্রমান্বয়ে সর্বমোট ৬’শতাধিক পরিবারের মধ্যে এ সহায়তা প্রদান করা হবে।