তিন পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা
স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ সদর, জগন্নাথপুর ও ছাতক পৌরসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এ তিন পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোট গ্রহণ করা হবে।
নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ শুরু হয়ে গেছে। নির্বাচনের তারিখ ঘোষণার আগে থেকেই দলীয় মনোনয়ন পেতে সম্ভাব্য মেয়র প্রার্থীরা ঢাকায় অবস্থান করছেন।
এ দিকে প্রবাসী অধুষ্যিত এলাকা হিসেবে পরিচিত জগন্নাথপুর পৌরসভায় বিগত দুই মাস আগে নির্বাচন হলেও আইন অনুযায়ী পৌর পরিষদের মেয়াদ কাল শেষ হয়ে যাওয়ায় আবার নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আওয়ামীলীগের দলীয় প্রতিক নৌকা পেতে তৎপরতা চালাচ্ছেন অনেকেই। পৌর নির্বাচনে জগন্নাথপুরে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা বর্তমান মেয়র মিজানুর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামীলীগ আকমল খান, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামছুল ইসলাম রাজন। বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচনে মনোনয়ন পেতে পারেন সাবেক পৌর মেয়র আক্তার হোসেন।
ছাতক পৌরসভায় বর্তমান মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আবুল কালাম চৌধুরী প্রার্থী হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে জানা যায়। সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামীলীগ বিএনপির’র প্রায় অর্ধ ডজন নেতা মনোনয়ন পেতে তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
বর্তমান মেয়র নাদের বখত জানান, আমি নৌকার প্রার্থী হতে বিগত সময়ে নৌকার মনোনয়ন নিয়ে বিজয়ী হয়েছি। আমি আশাবাদি দলীয় প্রতিক নৌকা আমিই পাবও।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবীর ইমন বলেন, তৃণমূল তথা পৌর আওয়ামীলীগের পক্ষ থেকে নাম পাওয়ার পর প্রার্থীর সকল দিক বিবেচনা করে দলীয় মনোনয়ন দেয়া হবে। প্রার্থীকে অবশ্যই মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির লোক হতে হবে। এ ছাড়া নির্বাচনে কেউ বিদ্রোহী প্রার্থী হলে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার জানান, আগামী ২০ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিলেরর শেষ দিন। যাচাই বাছাই ২২ ডিসেম্বর প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ ১৬ জানুয়ারি ভোট গ্রহণ। স্বাস্থ্য বিধি মেনে সকল নির্বাচনী কাজ সম্পন্ন করা হবে।