সকাল ৯:০২,   শনিবার,   ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ,   ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ,   ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

দক্ষিণ সুনামগঞ্জে প্রতিবাদ সভা, ধর্ষকদের মৃত্যুদণ্ড দাবি


দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় এমসি কলেজ গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনে জড়িতদের ফাঁসি এবং ধর্ষণের একমাত্র শাস্তি মৃত্যুদন্ডের আইন চালু করার দাবীতে প্রতিবাদ সভা করেছেন পশ্চিম পাগলার সর্বস্তরের জনতা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বিকালে পাগলা বাজারের বাসস্ট্যান্ড এলাকায় এ প্রতিবাদ সভা করেন তারা।
হাফিজ মাওলানা আবু সাঈদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মাওলানা খলিলুর রহমান, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মিছবাহ্ উদ্দিন, মাওলানা আইয়ূবুর রহমান, গণমাধ্যকর্মী ইয়াকুব শাহরিয়ার ও নোহান আরেফিন নেওয়াজ।
এসময় উপস্থিত ছিলেন মাও. সাবির আহমদ, মাও. কবির আহমদ, মাও. জসিম উদ্দিন, হাজি কমর উদ্দিন, ক্বারী রিফাত আলী, জাহিদুল ইসলাম, আল আমীন, মো. উজ্জল আলম, আবদুল্লাহ্ আল নোমান।