দক্ষিণ সুনামগঞ্জে বিএনপি’র মাস্ক ও লিফলেট বিতরণ
দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :
করোনা রোধে দক্ষিণ সুনামগঞ্জে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে বিএনপি।
রবিবার (১০ মে) বিকালে উপজেলার পাগলা বাজারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের অর্থায়নে এবং জিয়া ফাউন্ডেশনের উদ্যোগে মাস্ক ও ডাক্তারদের ফোন নাম্বার সম্বলিত সচেতনতামুলক লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি আনছার উদ্দিন।
এসময় করোনার ভয়াবহতা থেকে নিজের এবং পরিবারের সুরক্ষার বিষয়ে জনগণকে মৌখিকভাবে ও সচেতন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুল লতিফ, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রনজিত সুত্রধর, পশ্চিম পাগলা ইউপি যুবদলের সভাপতি মাসুম আহমেদ, জেলা ছাএদলের যুগ্ম আহবায়ক মোঃ শহীদুল ইসলাম, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক নেছার আহমেদ, যুবদল নেতা সুমন আহমদ,দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা শাহাদাত হোসেন কামরান, ইমরান আহমদ, রাহুল , এনামুল হক, সানি প্রমুখ।