দক্ষিণ সুনামগঞ্জে যুবদলের মত বিনিময় সভা
স্টাফ রিপোর্টার :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগষ্ট) বিকালে উপজেলার পাগলা বাজারে যুবদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বাহাউদ্দিন ইকবাল ও অাঃ রশিদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি আনছার উদ্দীন।
এসময় তিনি বলেন, ত্যাগী ও সাহসী কর্মীদের মাধ্যমে উপজেলার সবক’টি ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হবে। দুঃসময়ে যারা বিএনপি ছেড়ে আওয়ামী লীগের সাথে আতাত করে তাদেরকে দলে স্থান দেওয়া হবে না।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ন আহ্বায়ক রনজিত সুত্রধর, লুৎফুর রহমান, ফরিদ আহমদ, আহ্বায়ক কমিটির সদস্য মাছুম আহমদ, তুরণ খান, মোহাম্মদ আলী, ছালিক আহমদ, ফয়সল আহমদ, নেছার আলম, আশরাফুল ইসলাম, সিরাজুল আলম, শহিদুল ইসলাম মুন্সী, নাসির আহমদ, কবির আহমদ, নুর আহমদ সবুজ প্রমুখ।’